শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

 তাসলিমা তামান্নার পিএইচডি ডিগ্রি অর্জন

প্রকাশিত: ২৩:৫২, ০৫ সেপ্টেম্বর ২০২৫ | ১০৬

তাসলিমা তামান্না আমেরিকান কলেজ অব এডুকেশন থেকে  'এডুকেশন ইন এডুকেশনাল লীডারশীপ বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।   তামান্নার পিএইচডি'র থিসিস এর বিষয় ছিল “Roles of School and District Leaders in Developing, Implementing, and Sustaining Character Education Programs in Public Schools” ।

কানেকটিকারে হার্ডফোর্ড সিটিতে বসবসরত: তামান্ন সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর পরগনা বাজার এলাকার কৃতি সন্তান ।

তাসলিমা তামান্না ২০০৭ সালে নিউইয়র্ক সিটির স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সিটি কলেজ অব নিউইয়র্ক থেকে মেধাভিত্তিক “Cum Laude” সম্মাননার সাথে একই সাথে দুইটি বিষয়ে স্নাতক ডিগ্ৰী অর্জন করেন।  ২০১৮ সালে  আমেরিকান কলেজ অব এডুকেশনথেকে মেধাভিত্তিক  সম্মাননার সাথে স্নাতকোত্তর ডিগ্ৰী অর্জন করেন|

স্নাতক সম্পন্ন করার পর তামান্নার আমেরিকার সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্বনামধন্য দাতব্য প্রতিষ্ঠান মেডিসন স্কোয়ার বয়েজ এন্ড গার্লস ক্লাবে এডুকশন ডরেক্টর পদে কর্মজীবন শুরু করেন।

পরবর্তীতে চ্যাম্পিয়ন লার্নিংয়ে হেড াব প্রোগ্রাম ডিরেক্টরের দায়িত্ব পালন করেন । পরবর্তীতে নিউইয়র্কের লংআইল্যান্ডের ইসলামিক স্কুল 'হামজা একাডেমী'র প্রিন্সিপাল এর দায়িত্ব পালন করন। এই দায়িত্ব পালনরে সময়ে তামান্না লং আইল্যান্ড এর নাসাউ কাউন্টি এক্সিকিউটিভের কাছ থেকে বিশেষ সম্মাননা পদক ভূষিত হন।শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য টাউন অফ হ্যাম্পষ্টেড থেকে সম্মাননা পদক প্রদান করা হয় ।

২০১৮ সালে উচ্চমান সম্পন্ন এবং অনন্য চারিত্রিক শিক্ষা প্রদানের স্বপ্ন নিয়ে 'ILM Foundation' নাম একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন তামান্না।  কানেকটিকাটের হার্ডফোর্ড শহরে এিপ্রিতিষ্ঠানে শিশুদেরকে চারিত্রিক,সামাজিক এবং ইসলামী ধর্মের আলোকে শিক্ষা প্রদান করা হয় ।

বর্তমানে স্কুলটিতে প্রায় ৬০ জন শিক্ষার্থী রয়েছে। এতে বাংলাদেশী ছাড়াও আমেরিকান, তুরস্ক ও অন্যান্য দেশের মুসলিম শিক্ষার্থীরা অধ্যায়ন করছেন ।

এর পাশাপাশি তামান্না কানেকটিকাট বোর্ড অব এডুকেশনে স্কুল বোর্ড এডভাইজার হিসাবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত জীবনে তাসলিমা তামান্না স্বামী এবং তিন সন্তান সহ কানেকটিকাটের হার্ডফোর্ড শহরে বসবাস করছেন।

ছাতকের বিশিষ্ট সমাজসেবক ,বিভিন্ন দাতব্য সংস্থা এবং রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা এর প্রতিষ্টাতা, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কমিউনিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দানকারী এস এম জলিল ও হাফছা বি জলিল দম্পতির বড় মেয়ে।

তামান্নার এই অনন্য সাফল্য উদযাপনের জন্য গত ২৫ আগস্ট তার পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসি একটি গ্রাজুয়েশন সেরিমনি পার্টির আয়োজন করেন। এতে তার পরিবার, আত্মীয়স্বজন, এলাকাবাসী, কমিউনিটি লিডার, তার ছাত্র ছাত্রী এবং তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন।

কণ্যার এই কৃতিত্বের জন্য মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া জানিয়েছেন তাসলিমা তামান্নার গর্বিত পিতা আলহাজ্ব এস এম জলিল। তাঁর মেয়ের সাফল্যের জন্য সবার নিকট দোআ চেয়েছেন তিনি।

Mahfuzur Rahman

Publisher & Editor